মা শাড়ির আচলকে কোমড়ে গুজে জিরা মসলা বাটতে বসে যেতেন। আমি কাচা মাংসগুলোকে নেড়ে চেড়ে দেখতাম,মুখের কাছে নিয়ে গেলেই মা দিত বকুনী।বলত “কাচা গিলে খাসনে,পেটে গরু হবে”। আমি চোখ ড্যাব ড্যাব করে মা কে বলতাম “গরু হলে বেশ হবে মা, রোজ ই তো তাহলে মাংস খেতে পারব চিবিয়ে চিবিয়ে”। মা আমার কপালে একটা চুমু খেয়ে […]